রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ কি? এর একক কি? - E Tips BD

Post Top Ad

Thursday, June 13, 2019

রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ কি? এর একক কি?

নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন একটি পরিবাহী পদার্থের (Material) অথবা একক বাহু বিশিষ্ট কোন একটি ঘনক আকৃতির পরিবাহী পদার্থের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রোধ বা রেজিস্ট্যান্সকে উক্ত পরিবাহীর রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ বলে। এর প্রতীকঃ ρ (রো) । SI ইউনিটে এর একক: ওহম-মিটার (Ω-m)
সুত্র, ρ = R.A/L
(R = Resistance, A= Area, L= Length)

একটি রিলেটেড এমসিকিউ দেখুনঃ
Resistivity of a wire depends on
A) Length
B) Cross section area
C) Temperature
D) Material


"Show Answer" লেখায় ক্লিক করলে উত্তর অপশন দেখাবে।

Read More MCQ: EEE MCQ: DC Circuit (Basic Electricity)



No comments:

Post a Comment

Post Top Ad