বিদ্যুৎ বিলের হিসাব বের করুন - E Tips BD

Post Top Ad

Monday, June 17, 2019

বিদ্যুৎ বিলের হিসাব বের করুন

আপনার বাড়ির বিদ্যুৎ বিলের হিসাব করুন নিজেই। বাড়িতে ব্যবহৃত সব লোড প্রতিটি আলাদা আলাদা ভাবে কত ঘন্টা ধরে চলে বের করে যোগ করে নেই। তারপর যোগফল থেকে ইউনিট বের করি, প্রতি ইউনিটের চার্জ দিয়ে গুন করে বিদ্যুৎ বিল বের করি। এটা থিউরি, কিন্ত প্রাক্টিক্যালি এভাবে বিদ্যুৎ বিল আসেনা। কারন ইউনিট ব্যবহারের উপর স্লাব করে ইউনিট চার্জ পরিবর্তন হয়, তাই বিদ্যুৎ বিল কম বেশি হয়। যাইহোক কিছুটা ধারনা আমারা আজ পাব।

বিদ্যুৎ বিলের অংক করার আগে কিছু জিনিস জেনে নেই-
১) 1 kWh = 1 ইউনিট (১ কিলোওয়াট আওয়ার = ১ ইউনিট)
২) 1hp = 746W
৩) Power,
P = VIcosφ W (Single Phase)
P = √3VIcosφ W (Three Phase)
৪) 1000W = 1kW
৫) h = time (ঘন্টায়)
৬) kW কে সময় (ঘন্টা) দিয়ে গুন করলে গুনফলটি ইউনিট হবে।
৭) বছরে কোন মাস কত দিনে তা জানতে হবে।
লোডের হিসাবঃ
* যদি লোড ওয়াটে দেওয়া থাকে তাহলে সেটাই W এর মান।
* যদি কারেন্ট, ভোল্টেজের মান দেওয়া থাকে তাহলে P এর সূত্র দিয়ে বের করে নিতে হবে।
* যদি হর্স পাওয়ার (hp) এ দেওয়া থাকলে 746 দিয়ে গুণ করে W এ নিতে হবে, যেমন: 10hp=10*746 =7460W ।
* kW কে ১০০০ দিয়ে গুন করে W এ নিতে হবে।
* W কে ১০০০ দিয়ে ভাগ করে kW এ নিতে হবে।
* kW কে সময় (ঘন্টা) দিয়ে গুন করে ইউনিট বের করতে হবে।

উদাহরণ-১ (থিউরি):
একটি বাড়িতে 40 ওয়াটের 3 টি লাইট, 80 ওয়াটের ২ টি ফ্যান, 220V, 0.4A, 0.8 p.f এর একটি টেলিভিশন এবং 2 hp এর একটি পানি তোলার মোটর, দৈনিক গড়ে 6 ঘন্টা করে চলে তাহলে জানুয়ারী মাসের বিদ্যুৎ বিল কত টাকা হবে (প্রতি ইউনিট বিদ্যুতের মুল্য 6.5 টাকা)।
সমাধানঃ
40 ওয়াটের 3 টি লাইটের জন্য 1 দিনের ব্যায়িত ওয়াট = 40*3 =120W
80 ওয়াটের ২ টি ফ্যানের জন্য 1 দিনের ব্যায়িত ওয়াট = 80*2 =160W
টেলিভিশনের জন্য 1 দিনের ব্যায়িত ওয়াট P=VICosφ =220*0.4*0.8 = 70.4W
2 hp মোটরের জন্য 1 দিনের ব্যায়িত ওয়াট = 2*746 = 1492W
সুতারাং 1 দিনের মোট ব্যায়িত ওয়াট = (120W+ 160W+ 70.4W+ 1492W) = 1842.4W
ওয়াট (W) কে ১০০০ দিয়ে ভাগ করলে kW পাবো। সুতারাং 1 দিনের মোট ব্যায়িত কিলোওয়াট (kW) = 1842.4/1000 = 1.8424kW
দৈনিক গড়ে 6 ঘন্টা করে চললে = 1.8424*6 = 11.0544kWh (ইউনিট)
জানুয়ারী মাস = 31 দিনে, সুতারাং এ মাসে মোট ব্যায়িত ইউনিট = 11.0544 *31 = 342.686 kWh (ইউনিট)
দেয়া আছে প্রতি ইউনিট বিদ্যুতের মুল্য 6.5 টাকা,
সুতারাং ঐ মাসের বিদ্যুৎ বিল হবে = kWh *প্রতি ইউনিট বিদ্যুতের মুল্য
=342.686*6.5 টাকা
=2227.46 টাকা (উত্তর)

উদাহরণ-২ (প্রাকটিক্যাল):
উপরের হিসাবে জানুয়ারী মাসে মোট ব্যায়িত ইউনিট = 11.0544 *31 = 342.686 kWh (ইউনিট), তাহলে এ মাসে বিদ্যুৎ ব্যবহার এর জন্য কত বিল আসবে?
সমাধানঃ
মনে করেন বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানটির খুচরা বিদ্যুৎ মূল্যহার হল-
শ্রেনী-এ (আবাসিক)
প্রথম ধাপঃ ১-৭৫ ইউনিট = 3.80/kWh (ইউনিট)
২য় ধাপঃ ৭৬-২০০ ইউনিট = 5.14/kWh (ইউনিট)
৩য় ধাপঃ ২০১-৩০০ ইউনিট = 5.36/kWh (ইউনিট)
৪র্থ ধাপঃ ৩০১-৪০০ ইউনিট = 5.63/kWh (ইউনিট)
৫ম ধাপঃ ৪০১-৬০০ ইউনিট = 8.70/kWh (ইউনিট)
৬ষ্ঠ ধাপঃ ৬০০ ইউনিটের উপরে = 9.98/kWh (ইউনিট)
* শূন্য থেকে ৫০ ইউনিট পর্যন্ত লাইফ লাইন ব্যবহারকারী গ্রাহক। লাইফ লাইনঃ ০-৫০ ইউনিট = 3.33/kWh (ইউনিট)
* স্লাব অনুযায়ী বিদ্যুৎ বিল ভাগ হবে= 75+125+100+42.686 =342.686 Unit.
সুতারাং ঐ মাসের বিদ্যুৎ ব্যবহার এর জন্য বিল হবে = (75 *3.80)+(125 *5.14)+(100 *5.36)+(42.686 *5.63) = 1703.82 টাকা।
এছাড়া মিনিমাম চার্জ, সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ, VAT ইত্যাদি বিলের সাথে যোগ থাকবে।
ধরি সার্ভিস চার্জ= 10 টাকা, ডিমান্ড চার্জ = 50 টাকা, VAT = (1703.82+10+50) * 5.0025% = 88.2 টাকা, মিটার ভাড়া=30 টাকা।
সুতারাং ঐ মাসের আনুমানিক বিদ্যুৎ বিল হবেঃ 1703.82+10+50+88.2+30 = 1852.00 টাকা।
* নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে অতিরিক্ত মাশুল দিতে হয় (৫% এর মত)।
এবার আপনি প্র্যাকটিস করুনঃ
১) ১২০ ইউনিটের জন্য আনুমানিক বিদ্যুৎ বিল কত হবে?
২) ৬২০ ইউনিটের জন্য আনুমানিক বিদ্যুৎ বিল কত হবে?
ভাল থাকুন সবাই।
লেখাঃ মাহিন, ই টিপস বিডি।


কোন ভূল পেলে প্লিজ জানাবেন, সংশোধন করা হবে। । আর আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে একটিভ থাকুন।

No comments:

Post a Comment

Post Top Ad